এই পৃথিবী সেই পৃথিবী
এই পৃথিবী সেই পৃথিবী
খাদিজা বেগম
এই পৃথিবী সেই পৃথিবী
যেখানে বেশিরভাগ মানুষ নিজের ইচ্ছায়,
অন্য মানুষের ক্ষতি করে লাভবান হয়।
সত্যিকার অর্থে এদের ভিতরে সততা নাই,
এই ক্ষনিকের লাভে মনুষ্যত্বকে করেছে ছাই।
এই পৃথিবী সেই পৃথিবী,
যেখানে বোকা মানুষ নিজেকে খুব চালাক ভেবে,
সৎ ও সরল মানুষের সব কেড়ে নেবে।
সত্যিকার অর্থে এদের মধ্যে বোধ বুদ্ধি নাই,
তাই ক্ষন লাভে মেতে ধ্বংস হয় চিরস্থায়ী।
এই পৃথিবী সেই পৃথিবী,
যেখানে অন্ধ মানুষগুলো চেনে ভালো মন্দ,
আলো ভরা যাদের চোখ তারা ছাড়ায় দ্বন্দ।
সৎ পথের পথিক ওরা যারা লেংড়া লুলা,
শক্ত চরণের অধিকারী তারাই পথভোলা।
এই পৃথিবী সেই পৃথিবী
এখানে তারাই সত্যবাদী যাদের কন্ঠ স্তব্ধ,
ওরাই বলে মিথ্যে কথা যাদের কন্ঠে উচ্চ শব্দ।
তারাই মানে নিয়মনীতি যারা শোনতে পায়না কানে,
দুর্নীতিবাজ ও রাই বেশি যারা নিয়মনীতি জানে।
এই পৃথিবী সেই পৃথিবী
যার যার বেশতো দোজোক সেই গড়ে নিজের হাতে,
ও মানুষ তুমি পার পাবা না কোন অজুহাতে।
মাটির দেহ মাটি হবে হাড়গোলো যাবে খসে।
পাপেরে বোঝা রাখবা কোথায় ভাব বসে বসে?
এই পৃথিবী সেই পৃথিবী
টাকা-পয়সার জন্য সন্তান পিতা মাতা মারে,
সন্তানেরে রাখতে সুখে পিতা-মাতা চুরি করে ।
সবাই খেলে নিজের সাথে সর্বনাশের খেলা,
ভেবে ভেবে পাগল আমি এটা পাগলের মেলা।
Comments
Post a Comment