স্বাধীনতা

 স্বাধীনতা

খাদিজা বেগম


স্বাধীনতা পেলাম শুধু

আজো তো পেলাম না তার স্বাত,

মাথা উঁচু করে আছে

এই দেশেতে হাজারো জিন্নাত।।


আজ আর নেই সে দানপ রুপি

জলপাই রঙের ধ্বংসাত্মক ট্যাং,

তবু আছে অর্থনীতি 

ধ্বংস করা ঘুষখোর সব ব্যাঙ।

ওরা ছুরি আর পিস্তলের বদলে

পেতে রাখে কলমের ফাঁদ।।


প্রতি অফিস আদালতের

কোনায় কোনায় ঘ্যাঙ ঘ্যাঙ করে,

দেখে যদি সাংবাদিকদের

তারাতাড়ি সরে পরে।

রাজাকারের চেয়েও ওরা 

দেশের জন্য মহাবিপদ।।


রক্ষক সাজা ভক্ষক ওরা

 কুরে কুরে খাচ্ছে এ দেশ,

ওদের সবার বিষ দাঁতগুলো

এখনই করতে হবে শেষ।।

ওরাই বড় দেশদ্রোহী 

ষড়যন্ত্র করে দিন রাত রাত।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান