হৃদয় দুয়ার খোলা
হৃদয় দুয়ার খোলা
খাদিজা বেগম
তুমি আমায় ভুলে গেলেও
আজও হয়নি তোমায় ভোলা,
তুমি আসবে বলে তাই রেখেছি
আজও হৃদয় দুয়ার খোলা।।
একটি দিনও দেয়নি দুয়ার
রাগে কিংবা অভিমানে,
তোমার আশায় জেগে থাকি
আমার সৃষ্টিকর্তা জানে।
তোমার স্মৃতি ফাগুন হয়ে
আমাকে দেয় আজও দোলা।।
তোমার প্রতি আসেনা ক্রোধ
আসেনা মনে অভিযোগ,
মনে মনে মন খোঁজে তাই
তোমায় ভালোবাসার সুযোগ।
শ্বাস নিঃশ্বাসে আছো মিশে
তাই যাবে না তোমায় ভোলা।।
তোমার দেয়া এই বিরহ
পোড়ায় যদি সারা দেহ,
তবু তোমার চেয়ে আমার
হবে না আর আপন কেহ।
আমার চোখে চিরদিনি
তুমি একজন আলাভোলা।।
তুমি ছাড়া আর কারো মাল
এই বন্দরে হয়না খালাস,
আসো বা না আসো তুমি
রোজ করিবো তোমায় তালাশ।
নিজের চেয়েও ভালবাসি
তাই বুঝি গো হয় না ভোলা।।
Comments
Post a Comment