স্বামী স্ত্রীর
স্বামী স্ত্রী
খাদিজা বেগম
স্বামী স্ত্রী দু'জন যেন দুটি ঠোঁটের মতন,
একই সাথে বলে কথা একই সুখে হাসে।
একই কারণে তারা একটু দূরে সরে যায়
আবার একই কামনা নিয়ে দুজনে কাছে আসে।
স্বামী স্ত্রী দু'জন যেন দুটি চোখের মতন
এক জনের দুঃখে দুজন মিলে কাঁদে,
একই সাথে ঘুমায় তারা একই সাথে জাগে
একই স্বপ্নে বিভোর থাকে ভালবাসার ফাঁদে।
স্বামী স্ত্রী দু'জন যেন দু'চরণের মতন
একে অন্যের উপর কিংবা পাশাপাশি,
একই সাথে বসে আবার একই সাথে হাঁটে
দুজনেই একই হয়ে করে ভালোবাসা বাসি।
স্বামী স্ত্রী দু'জন যেন দুটি হাতের মতন
দুজন মিলে একই সাথে কাজকর্ম করে,
আবার একই সাথে নেয় তারা দুজনে বিরাম
সদা প্রস্তুত থাকে তারা একে অন্যের তরে।
স্বামী স্ত্রী দু'জন যেন দুটি কানের মতন
একই সাথে শুনে তারা একই ঈশ্বরের বাণী,
ঈশ্বরকে হাজির নাজির জেনে সদায় তারা
শুধু দু'জনেই করে পবিত্র প্রেমকাহিনী।
স্বামী স্ত্রী দু'জন যেন একটি নাকের মতন
একই সাথে শ্বাস নেয় আবার একই সাথে ছাড়ে,
একেই ঘ্রাণে নেশা জাগায় দু'জনের দুটি মনে
সেই নেশাতে হারায় প্রেমিক মন বারে বারে।
স্বামী স্ত্রী দু'জন যেন রাত্রি দিনের মতন
একে অপরের মাঝেই লুকিয়ে থাকে ,
হাজার ঝড় তুফানে অভাব আর অনাটনে
একে অপরকে খুব যত্ন করে আগলে রাখে।
স্বামী স্ত্রী দু'জনার কেউ যদি হয় এমন
পবিত্র প্রেম রেখে সে পরকিয়া করে,
অন্য জনের পাঁজর ভাঙ্গে হৃদয় ভেঙ্গা ঝড়ে
সেই ঝড়েতে কেউ বা মারার আগেই মরে।
বাবা কিংবা মায়ের পাপে সন্তানে পায় সাজা
পরকিয়ার নির্মম নিষ্ঠুর আগুনে পুড়ে,
বিশ্বাসঘাতকতার আঘাতে ভাঙ্গে সুখের সংসার
থাকে শুধু হাহাকার ভাঙ্গা বুক জুড়ে।
Comments
Post a Comment