তোমায় নিয়ে

 তোমার নিয়ে

খাদিজা বেগম 


তোমায় নিয়ে কাটবো সাঁতার

তাই কেটেছি পুকুর,

ইচ্ছে হলে ভাসবো দুজন

দিন কিংবা রাতদুপুর।


তপ্ত হৃদয় তৃপ্তি পেতে

ডুববো ঝুপুর ঝুপুর,

মনে মনে বাজবে তখন

ভালবাসার নুপুর।

সেই পুকুরে চর জেগেছে

তুমি আজ কতো দূর,


তোমার নিয়ে থাকবো বলে

তাই বেঁধেছি বাসা,

তোমায় পেলে পূর্ণ হবে

আমার সকল আশা।

মধুর মধুর স্বপ্ন গুলো

আজ বেদনা বিদুর।


সেই আশা আজ অশ্রু হয়ে 

ঝরে টাপুর টুপুর,

যত বুঝাই মন মানে না 

করতে চায় না সবুর।

প্রেম বিরহে কাতর আমি

 তুমি আর কত দূর?

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান