জাগো জাগো ছাত্র
জাগো জাগো
খাদিজা বেগম
জাগো জাগো ছাত্র সমাজ
ঘুমাবে আর কত?
দূর্নীতি বাজ জেগেছে আজ
হিংস্র পশুর মতো।
বিবেক বুদ্ধি নিয়ে জাগো
শেখ মুজিবের মতো,
উড়িয়ে দাও গুড়িয়ে দাও
বেইমান আছে যতো।
জেগে ওঠো সূর্য হয়ে
ছড়িয়ে দাও আলো,
অগ্নি হয়ে জ্বলে ওঠো
পুড়িয়ে দাও কালো।
জেগে ওঠো সাহস নিয়ে
ভয় ভীতি সব ছেড়ে,
বাঘের মতো গর্জে ওঠো
ছুটে চলো তেড়ে।
পাপড়ি মেলে ফুটে ওঠো
ভরিয়ে দাও ঘ্রাণে,
আশার প্রদীপ হয়ে জ্বলো
আশা জাগাও প্রাণে।
তোমরা জাগলে ধ্বংস হবে
দূর্নীতির সব দুয়ার,
জাগো জাগো ডাক এসেছে
হাতে সময় নেই আর।
জেগে ওঠো বায়ান্ন আর
একাত্তরের মতো,
তোমরা জাগলে ঘুচবে আবার
দেশ মায়েরি ক্ষত ।
Comments
Post a Comment