এসেছিল প্রেম

 এসেছিল প্রেম

খাদিজা বেগম 


এসেছিল প্রেম ধুম করে,

নিয়েগেছে মন গুম করে।

যেন দুমরে মুচড়ে গেছি 

কালবৈশাখী ঝরে পড়ে।


বুঝেশুনে ওঠার আগে 

হারিয়েছি জীবনের সব,

কেমন করে বেঁচে আছি 

যানে শুধু আমারই রব।

জ্বলছে আগুন পড়েছে হৃদয়

অন্তর জুড়ে খা খা করে।।


এমন করে আর কতদিন

তার স্মৃতিতে আমি ভাসবো,

যে আমাকে ভুলে গেছে

তারে আমি ভালো বাস বো ।

প্রেমের ছোঁয়া বলিয়া সে 

দাক দিয়াছেন এই অন্তরে।।


না ভাবিয়া করলে পিরিত

মরার আগে মরতে হবে,

শত হাজার দুঃখের সাথে 

রাত্রি জেগে লড়তে হবে।

কিছু ভুলের হয় না মাসুল

অনুতপ্ত করে মরে।।





Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান