যদি ডাকাত হও
যদি যাকাত হও
খাদিজা বেগম
যদি ডাকাত হও তুমি
আমি হবো গহনা,
কোন রাত্রিতে আসবে তুমি
ওগো আমায় কহনা?
চোরের মত চুপি চুপি
এসো আমার বাড়িতে,
তোমার জন্য রাখবো পিঠা
আমার রসের হাড়িতে।
সম্পদ দিবো থলে সহ
আর কি দেব কহনা?
তোমার দেখলে ভয় লাগেনা
ভালবাসতে মনে চায়,
তোমার ভাবনায় দিবানিশি
ডুবে থাকে এ হৃদয়।
করি তোমারে আহ্বান
তবু কেন আহনা?
তুমি আমার চোর ডাকাত তাই
নিঃস্ব হতে আর ভয় নাই,
তুমি এসো তাড়াতাড়ি
আমি নিঃস্ব হতে চাই।
সব হারিয়ে গড়ে নেব
একটা প্রেমের মোহনা।
Comments
Post a Comment