কেমন করে বুঝাই
কেমন করে বুঝাই
খাদিজা বেগম
কেমন করে বুঝাই তোমায়
তুমি গেলে যায় না সময়,
কেমন করে বল না গো
আমি বেঁধে রাখব তোমায়?
দিবানিশি যপে এই মন
বন্ধু তোমার নামটি ধরে,
দিন কাটে না রাত কাটেনা
দুই নয়নে অশ্রু ঝরে,
তুমি ছাড়া বলবো কাকে
এই মন শুধু তোমাকে চায়।।
হাতে ধরি পায়ে পড়ি
যেওনা গো আল্লাহর দোহাই,
তুমি ছাড়া জ্বলে পুড়ে
এই দেহ মন সব হবে ছাই।
মরার আগেই কেটোনা বাঁশ
কবর দিও না গো আমায়।।
বিরোহিনীর দুই নয়নে
ঘুম আসেনা একা একা,
তুমি ছাড়া দিশেহারা
সবি যেন ফাঁকা ফাঁকা।
তুমি ছাড়া বাঁচবো না গো
নাই তো বাঁচার কোন উপায়।।
Comments
Post a Comment