তোর পাগল
তোর পাগল
খাদিজা বেগম
তোর পিরিতে ঘর ছাড়িলাম
তবুও না পাইলাম তোরে,
তুই তো পাগল হইলি না রে
বানাইলি তোর পাগল মোরে।
তোর পিরিতে পাগল আমি
তুই দাও পাগল বলে গালি,
তোর পিছনে আসলে আমি
ছুঁড়ে মারো ধুলাবালি।
একটি পলক দেখতে তোরে
তাই কান্দে এই চোখ অঝোরে।
যতো করিস অবহেলা
ততই তোরে ভালো লাগে,
তোর জন্য এই হৃদয়ে
ভালবাসা আরো জাগে।
একদিন শুনবি হাড়াই গেছি
আমি খুঁজতে খুঁজতে তোরে।।
তোর পিরিতে পিরিত তাই
তোর কাছে যাই বারে বারে,
তোর ছোঁয়াতে মোর নিরাময়
চাইলে বাঁচা তুই আমারে।
সবার কাছে মরে গেলেও
বেঁচে রবো তোর অন্তরে।।
Comments
Post a Comment