স্বপ্ন
তোমার পায়ের
খাদিজা বেগম
তোমার পায়ে পাড়া দিয়ে
ঝগড়া করতে মজা পাই,
ঝগড়া করি তোমার সাথে
অকারণে অযথাই।
তোমার চামে চিমটি কেটে
আমি অপার শান্তি পাই,
বারে বারে তাই তো আমি
তোমার পানে হাত বাড়াই।
তুমি যখন যাও গো রেগে
আমি হেসিয়া লুটাই।।
তুমি যখন না না বলো
তখন একটু জোর খাটাই,
ঘুড়ির মতো ঘুরলে তুমি
বস করিতে হই নাটাই।
অভিমানী মনের বোমা
প্রনায় রিমোটে ফাটাই।।
বায়না ভরা চার্ট খানি তার
একে একে সব মিটাই,
পাহাড় সমান মনটা তোমার
ভালোবাসা দিয়ে গলাই।
যখন তুমি বেশামাল হও
সামাল দিতে দু'হাত বাড়াই।
Comments
Post a Comment