সত্য বলবোই
সত্য বলবোই
খাদিজা বেগম
আমি সত্য বলবো, আমি সত্য বলবোই
কখনো আমি মিথ্যে বলবো না,
আমার পিতা-মাতা, কিংবা নিজের
বিপক্ষে যদিও চলে যায় তা।
মিথ্যা বলে দেবনা অন্যকে কষ্ট
হবো না পথভ্রষ্ট কোন বিপথগামী,
অবিচল চলে যাবো সত্য পথে
মিথ্যার আশ্রয় নেবনা আমি।
আমি মুসলিম, নই কোন মুনাফিক
নই তো মিথ্যেবাদী প্রতারক,
নিজে ঠকলেও অন্যকে ঠকাবনা
হবো না কখনো কারো কাছে ঠক।
সত্য হলো সূর্যের আলোর মত
নিজের শক্তিতে উদ্ভাসিত,
শত মিথ্যায় ঢাকা যায় না সত্য
নিজ মহিমায় প্রকাশিত।
যখন রাষ্ট্র মানো, সমাজ মানো
মেনে চলো পরিবার, ধর্ম,
তখন রাষ্ট্রে, সমাজে, পরিবারে
গর্ব ছড়ায় তোমার কর্ম।
যখন মানবে না রাষ্ট্রের আইন,
হাদীস কুরআনের আদেশ,
তখনি শুরু হবে ধ্বংসের পালা
গর্বিত জীবন হবে শেষ।
যখন লড়বে লোভ লালসা আর
কুপ্রবৃত্তির বিরুদ্ধে গিয়ে,
আল্লাহ, তোমাকে করবে সম্মানিত
ঈমানি শক্তি আরো বাড়িয়ে দিয়ে।
যখন লোভে লালসার দিকে ছুটবে
পাপে লিপ্ত হয়ে মজা লুটবে,
তখনি তোমার ভাগ্যে অপমান
অবহেলা আর ঘৃনাই জুটবে।
ধর্মের দোহাই দিয়ে কুকর্ম করে
ধরা খেলেই বলে দ্বিতীয় বউ,
এই সমাজের সাধু সাজা শয়তান
ধরা না খেলে তো চিনতো কেউ।
হেফাজত নামে করো হেফাজত
যে নিজের কুৎসিত চরিত্র,
সে তো আজো জানো না ইসলাম ধর্ম
কত সুন্দর কত পবিত্র!
মুখে মুখে পড় কুরআনের বাণী
বুকে করতে পারেনা ধারণ,
সদায় প্রবৃত্তির গোলামী করো
নোংরামি করতে পারেনা বারণ।
মুনাফিক পাজি ছেড়ে দে গলাবাজি
নবীর নামে করিস না ভোগবিলাস,
হারিয়ে গেছে ঈমান আমল
ভুল ভাঙলে করে নিস তালাস।
এমন নেতা চাই না আমরা কেউ আর
ছেড়ে দাও তুমি নেতৃত্বের আসন।
মানি না আর মানবো না কোনদিন
কোন লাগামহীন নেতার শাসন।
এমন নেতাই চাই আমরা সবাই
বিবেক সম্পন্ন চেতনায় দীপ্ত,
অন্যায় ও অন্যায়কারীদের সাথে
যে কালবৈশাখী ঝড়ের মতো খিপ্ত।
Comments
Post a Comment