ভাগ্যহিনা- গান

 ভাগ্যহীনা

 খাদিজা বেগম 


আমি একজন ভাগ্যহিনা

আমার চাওয়া অর্থহীন,

তাই তো আমি চাইনি কিছু

কারো কাছেই কোনদিন।


আমার মধুর কথায়ও বিষ

তাহা শুনতে কেউ চায় না,

ওদের কথাই শুনে সবাই

যারা নিকৃষ্ট হায়েনা।

মিথ্যার সাথে যুদ্ধ করে 

বেঁচে থাকাই হলো কঠিন।।


জানি মিথ্যা খুব ঠুনকো কাচ 

বেশিক্ষণ টিকে রয় না,

সত্যের শক্তি আকাশ সমান

যার তুলনা আর হয় না।

সত্য পথে কাঁটা বেশি

তবু তৃপ্ত চিরদিন।।


চোর ডাকাতের ভিরে আমি

মাঝে মাঝে যাই হারিয়ে,

নদী কেটে কুমির আনি

পাপকে ডাকি হাত বাড়িয়ে।

অনুতপ্ত এই হৃদয়ে

তাই যন্ত্রণা করে চিনচিন।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান