জলের উপর
জলের উপর
খাদিজা বেগম
জল ওপর জল পড়েছে
তাই জেগেছে উর্মি,
প্রেমের উপর প্রেম পরেছে
তাতে কেন শরমি।
শরম লজ্জা রেখে দিও
সকল অপকর্মে,
ন্যায়ের সাথে গড়বো জীবন
এটাই আছে ধর্মে।
আয়নার মত স্বচ্ছ রেখো
তোমার অন্তর ভূমি।।
মেঘের উপর মেঘ জমেছে
নামবে বুঝি বৃষ্টি,
প্রেমের উপর প্রেম জমেছে
তাই সরে না দৃষ্টি।
জনম জনম আপন থেকো
পর হইয়োনা তুমি।।
চোখ বুজনা লক্ষী সোনা
পড় চোখের পাতা,
তুমি ছাড়া পড়বে কে গো
এই হৃদয়ের কথা।
তুমি আমার ভালোবাসা
সবার চেয়ে দামী।।
Comments
Post a Comment