জগত থেকে মহা জগত
জগত থেকে মহাজগতে
খাদিজা বেগম
জগত থেকে মহাজগত
আমার ভিতর করি ধারণ,
এই আমাতে করে দুঃখ,
হাসি, কান্না, সুখ বিচরণ।।
সাগর থেকে মহাসাগর
দুই নয়নে করি ধারণ,
মাঝে মাঝে উপচে পরে
মানে না সে কোন বারণ।
নোনা থেকে আরো নোনা
জানিনা এই জলের কারণ!
আকাশ থেকে দূর মহাকাশ
আমার ভেতর বসত করে,
কখনো মেঘ, বৃষ্টি, রোদ্দুর
বজ্রপাত হয় এই অন্তরে।
একই রকম রয়না কিছু
ক্ষণে ক্ষণে পরিবর্তন ।।
দাবানল আর অগ্নি লাভা
ধারণ করি সেই জাহান্নাম,
যেথায় জালিম বসত করবে
এই দুনিয়ায় করে কুকাম।
জানবে না কেউ বুঝবে না কেউ
জ্বলছে দেহ পুড়ছে এই মন।।
Comments
Post a Comment