মনে মনে

 মনে মনে

খাদিজা বেগম 


মনে মনে মন চলে যায়

 আল্লাহ তোমার ঐ মদিনায়,

তুমি চাইলে যাব আমি 

নিয়ে চলো না গো আমায়।


মনে মনে তাওয়াফ করি 

চুম্বন করি আসওয়াদের গায়,

উড়ে উড়ে মন চলে যায়

আমার দেহ পড়ে কাতরায়।

যাব বলে প্রস্তুত আছি 

 তোমার হুকুমের অপেক্ষায়।।


সরল-সঠিক পথ টি দেখাও

পথ ভ্রষ্ট করো না আমায়,

দাও সাড়া দাও আল্লাহ আমার

আমি ডাকিতেছি তোমায়।

আশা পূরাও আল্লায় আমার 

কান্দি আমি তোমার সেজদায়।।


সকাল-সন্ধ্যা মাথা ঠেকাই 

তোমার কুদরতি দুটি পায়,

তুমি ছাড়া অচল আমি

অন্ধ, বোবা, আর নিরুপায়।

চলি ফিরি কথা বলি

 আল্লাহ্ সবি তোমার দয়ায়।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান