পরকিয়ায়
পরকীয়ায় (১৩)
খাদিজা বেগম
পরকিয়ায় পর করে দেয়
আপন মানুষ গুলো,
আকাশ সমান নৈতিকতা
সব করে দেয় ধুলো।
বিবেক বুদ্ধি সব হারিয়ে
মানুষ হয় অমানুষ,
ন্যায় অন্যায় বোধ হারিয়ে সে
হয় পাপিষ্ট কলুষ।
জীবন যেন হয়ে ওঠে
জাহান্নামের চুলও।।
পরকীয়া করে যারা
তারা সাধু সাজে,
তাদের জন্য অশান্তি হয়
এই মানব সমাজে।
পিতা মাতা হয়েও কেন
পরকিয়ায় দুলো।
ঘরের চেয়ে আর নেই কোন
বিশুদ্ধ বিদ্যালয়,
সেই ঘরে যদি ভাঙতে থাকো
সন্তান শিখবে কোথায়?
কেমন করে নিজ সন্তানের
আগামী দিন ভুলো।।
Comments
Post a Comment