ঢেউ খেলা চুল
ঢেউ খেলা চুল
খাদিজা বেগম
ছায়া বরণ অঙ্গ তাহার
ঢেউ খেলা চুল মেঘলা কালো,
সেই মেয়েটি মন কেরেছে
তারে আমার লাগে ভালো।
হাসিতে তার পুষ্প ফোটে
অমানিশায় ছড়ায় আলো,
দেখলে তারে নয়ন জুড়ায়
শুনতে কথা খুব ঝাঁঝালো।
যত দেখি তারে আমি
ততই যেন লাগে ভালো।।
সে আমার জান্নাতের হুর
লোকে বলে কালো কালো,
মনমরা মোর জীবন পেল
তার ছোঁয়াতে মন মাতালো।
কারো কথার ধার ধারি না
তোমরা আমায় যে যাই বলো।।
রুপ নামের ঐ তরোয়াল
ঘ্যাচাং ঘ্যাচাং খুব ধারালো,
আমার হৃদয় ক্ষত করে
জানিনা সে কই হারা লো।
তারা ছাড়া অন্ধ আমি
নাই কোথায়ও কোন আলো।।
Comments
Post a Comment