দাম্পত্য জীবন
দাম্পত্যের জীবনে
খাদিজা বেগম
দাম্পত্যের জীবনে আমার কিংবা
তোমার বলে কোন কথ নাই
বলতে হবে আমাদের, এই কথাটি
তাই সকলের মনে রাখা চাই।
ছেলে হোক মেয়ে হোক কিংবা কোন
সন্তান কখনো নাই বা হোক,
এই নিয়ে কেউ কাউকে মন্দ বলনা যে
যা বলে বলুক মন্দ লোক।
সুখ হোক দুখ হোক কিংবা তীব্র
অশান্তিতে কাটুক জীবন,
তবু কেউ কাউকে দোষী করনা যেন
আদরে মুছিয়ে দাও নয়ন।
একজনে অসুস্থ হলে অন্য জনে
তারে সেবা করিও যতনে,
একজনে করলে ভুল অন্য জনে
ক্ষমা করে শুধরে দাও গোপনে।
দূরত্ব বারাবে না দুজনার মাঝে
ছোট ভুল বড় করে ধরে,
একজনের দোষ অন্য জনে ঢাকবে
বুকের মাঝে আড়াল করে।
প্রকাশ্যে কেহ তুলনা কারো দিকে
কোন অভিযোগের আঙুল,
জীবন সঙ্গীটা ফেরেশতা তো নয়
তার থাকবেই কিছু কিছু ভুল।
মান অভিমানের ঝড় ওঠিলে
একজনের অবুঝ হৃদয়,
ভালোবেসে কাছে টেনে নিও তারে
ঠাই দিও মনে মিষ্টি কথায় ।
কারো মনে দুঃখ দিয়ে অন্য জনে
তোমরা কেউ সুখ খুঁজে নিও না,
বোকা ভেবে ধোঁকা দিয়ে হৃদয়ের
গড়া বিশ্বাস ভেঙ্গে দিও না।
নিজের নাম যেন নিজের হাতে
লিখনা কেউ মুনাফিকি দলে,
ধোঁকাবাজির সুখ জোটেনা কপালে
তাহা ধুয়ে যায় অশ্রু জলে।
একের পর এক সমস্যা এলে
কেউ যেন কভু ভেঙ্গে পরনা,
আল্লাহর উপর ভরসা রাখিয়া
কভু ধৈর্যের হাল ছেড়না।
লোভ লালসা, ক্রোধে লাথি মারে
হাদীস কুরআন ধরো বুকে,
অগ্নিকুণ্ডে থেকেও তোমরা থাকিবে
ঐ সর্গীও জান্নাতের সুখে।
Comments
Post a Comment