আমি একদিন
আমি একদিন
খাদিজা বেগম
আমি একদিন এসেছি অন্ধকার থাকে চোখ বন্ধ করে
হ্যাঁ আবার চলে যাব চোখ বন্ধ করে সেই অন্ধকারে
আমি একদিন ঘুমের ঘরে এসেছি এই স্বপ্নের দেশে,
যতক্ষন আছি থাকবো পাশাপাশি সত্যকে ভালবেসে।
এই ঘুম যখন ভাঙ্গবে শেষ বিচারের মাঠে থাকব আমি,
এমন কিছু সঙ্গে নেবো যাতে পাব বিচারকের সালামি।
এখন তাই ছেড়েছি ভাই অন্যায়, অবিচার বিচারের ভয়
আজ করো মন বিচারের ভয় কাল হবে তুমি বিজয়।
একদিন এসেছি কাঁদতে কাঁদতে আবার কাঁদিয়ে চলে যাব,
যতটুকু ভালোবাসা দেবো আমি ঠিক ততটুকুই পাব।
তাড়িয়েছি ভাই হিংসা, অহংকার, লোভ, ক্রোধ, বিদ্বেষ,
নাই কোন অভিযোগ নিরবে মানে যাই মালিকের নির্দেশ।
তার কাছে ভাই সততার চেয়ে নাই আর কিছুই দামি,
আরাম-আয়েশ আর সুখের বিনিময় কিনেছি আমি।
তার খুশিতে খুশি থাকব নিজের খুশি দেবো কোরবানি,
পলকে পলকে মেনে চলবো তার কোরআনের বাণী।
আমার আমার বলে ডেকে আনবো না আমার বিপদ
আমার মতামত উড়িয় কুড়িয়ে নেব কোরআনের মত।
Comments
Post a Comment