তোমাকে চাই

 তোমাকে চাই

খাদিজা বেগম 


তোমাকে চাই, তোমাকে চাই, 

এ মন বলে বারে বার,

সে কথা এই মুখে বলার

আমার নাই যে অধিকার।


মনে মনে এই মন ধরে 

তোমাকে পাবার বায়না,

ধরতে গিয়ে ফিরে এই হাত

ধরার উপায় সে পায়না।

ও বন্ধু শুনতে কি পাও না 

প্রেমিক মনের হাহাকার।।


তোমায় নিয়ে স্বপ্ন দেখি 

জেগে জেগে করি ভোর,

জানি জানি গো সেই তুমিই 

আমার রাখনা খবর।

প্রেমের বদলে দিলা ঘৃণা

 যন্ত্রনা আর তিরস্কার।।


তবুও তো ভালবাসি 

ভুলে থাকতে পারি না,

ঐ দূর থেকে দেখবো তোমায়

 তাই বুঝি গো মরি না।

তবুও মন খুব গোপনে

করে না পাবার চিৎকার।।।




Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান