তোমাকে হারাবার ব্যথা
তোমাকে হারাবার ব্যথা
খাদিজা বেগম
তোমাকে হারাবার ব্যথা
এ বুকে আর সয় না,
এক বুক শূন্যতা নিয়ে আর
বেঁচে থাকা যায় না ।।
অচল হয়ে পড়েছে পা
পারি না আগাতে,
বন্ধ হচ্ছে বিরহী চোখ
পারিনা জাগাতে।
এতো কষ্ট এতো দুঃখ
মেনে নেওয়া যায় না।।
শেষ হয়েছে আহার, নিদ্রা
অনুভূতি সকল,
বেদনা সব এক হয়েছে
আমায় করছে দখল।
অপাস হয়ে গেছে কন্ঠ
মুখে কথা কয় না ।।
আঁধার দেখি দুই নয়নে
অশ্রুর বৃষ্টি নেমে,
থেমে থেমে চলে নিঃশ্বাস
হয়তো যাবে থেমে।
সহিতে পারিনা আমি
এ যন্ত্রণা সয় না।।
Comments
Post a Comment