শোন মেয়ে

 শোনো মেয়ে

খাদিজা বেগম


শোনো মেয়ে, মন দিয়ে শোনো- সেই ছেলে ভালবাসেনা,

যে তোমার কান্নায় কাঁদে না- তোমার হাসিতে হাসেনা।


শোনো মেয়ে তাকে দিও না যে- তোমার মনের তথ্য,

যার ভিতরে নাই বিবেচনা- সিটে ফোটা মনুষত্ব।


ভাঙ্গ যদি ওই সৃষ্টিকর্তার- কঠোর নিষেধ বাণী,

কখনো ফুরাবেনা তোমার- অনুশোচনার পানি।


সেই ছেলেটির নাই কোন ধর্ম- নাই তার কোন চরিত্র,

যে প্রেমের নামে নষ্ট করে- অমূল্য ধন সতীত্ব।


নষ্ট করো না পিতামাতার- ভালোবাসা আর আস্থা,

তাদের তুমি কষ্ট দিও না- নিজেকে করো না সস্তা।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান