মদিনাতে
মদিনাতে
খাদিজা বেগম
মদিনাতে বসত করে
আমার মনের ময়না,
আমি থাকি অন্য দেশে
এমন জ্বালা সয়না।
অঙ্গগুলো জিকির করে
মদিনা নাম ধরে,
পাখি হলে যেতাম উরে
থাকতাম না আর ঘরে।
মদিনার ওই জমজমের জল
ভুলে থাকা যায়না।।
রাত্রের পরে রাত্রি জেগে
সেজদায় পড়ে থাকি,
মদিনাতে যাবো বলে
আল্লা তোমায় ডাকি।
তুমি মহান পূরণ করো
এই অধমের বায়না।।
মদিনাতে নবীর রওজা
আমি সেথায় যাবো,
সেথায় আছে বিশেষ পাথর
আমি চুমু খাবো।
আত্ম গাছে বহু আগে
দেহ থাকতে চায় না।।
Comments
Post a Comment