হাসির ফাঁসি
হাসির ফাঁসি
খাদিজা বেগম
০৫/১২/২০১৯
মধুর মধুর কথার সাথে
ঝরে যেন জোছনা
মুচকি মুচকি হাসি তাহার
যেন প্রেমের ঝর্না।
ঠোঁটের ডগায় কাব্য গাঁথা
কণ্ঠে মায়াবী সু্র,
ঐ পরশে যাদু আছে
দুঃখ কষ্ট যায় দূর।
ফুলের চেয়ে আরো ভালো
লাগে তারি হাসি,
সর্বনাশী কালো কেশী
দিলো হাসির ফাঁসি।
তবু লাগে ভীষণ খুশি
তাহার মুখের হাসি,
তারে কিযে ভালো লাগে
কতো ভালোবাসি।
এমনি করে আর হেসো না
তারে করছি মানা,
ঐ হাসিতে ফাঁসি হবে
আরো কত জনা ?
মিষ্টি মিষ্টি হাসির ছলে
হলো হৃদয় হরণ,
হারিয়ে গেলাম তাহার মাঝে
হলো আমার মরণ।
তার হাসিতে মন উঠানে
ঝরে প্রেমের শ্রাবণ,
পিপাসিতো মরুর বুকে
জাগে সুখের প্লাবন।
ঢেউ খেলানো অঙ্গ তাহার
প্রনয় ঢেউয়ে ভরা,
তার প্রেমেতে মন ডুবেছে
হলাম দিসে হারা।
মনে প্রাণে চায় তাহারে
খুব আদরে পুষি,
তারে চাওয়া হয় যদি দোষ
আমি হবো দোষী?
Comments
Post a Comment