তরবারি
তরবারি
খাদিজা বেগম
তার রুপের ওই তরবারি
আমায় করলো ফানা ফানা,
মন ছুটে যায় তার পেছনে
ভুলিয়ে দেয় নিজ ঠিকানা।।
বইয়ের পাতায় তাহার ছবি
লেখাপড়া সব অজানা,
তারে লাগে আপন আপন
আপন জনা সব অচেনা।
তাহার মনের মধ্যখানে
গেড়েছে এই মন আস্তানা।।
মন পাখিটা উড়তে চায় না
মেলতে চায়না দুটি ডানা,
বন্দী হতে চায় সে তাহার
ভালোবাসার কয়েদখানা।
বুঝাইলে ও মন বোঝে না
ছাড়িয়ে যায় সব সীমানা।।
তার কাছে তে যাইতে এই মন
করে বেড়ায় তালবাহানা,
তার পিরিতে পাগল আমি
তার প্রেমেতে মন দেওয়ানা।
তার চোখেতে প্রেম দেখেছি
পেয়েছি সুখের ঠিকানা।।
Comments
Post a Comment