পাখি
পাখি
খাদিজা বেগম
আমার একটি পখি আছে
ভালবাসা তার নাম,
ইষ্টু কুটুম আসলে ঘরে
তাদের করে প্রণাম।
তার গায় সেও মাখাতে চায়
ভালবাসার বদনাম।।
সেও বুঝে সেও খুঁজে
একটু ভালবাসা,
একটু আদর সোহাগ পেতে
সেও করে আশা।
সেও দেখে স্বপ্নের সঙ্গী
দিনরাত্রি অবিরাম।।
সেও করে ডাকাডাকি
একলা থাকতে চায় না,
মাঝে মাঝে সেও করে
উড়ে যাবার বায়না।
সেও জানে প্রেম বিহনে
এই জীবনের নাই দাম।
একটু প্রেমের জন্য সেও
এই খাঁচাটি ছাড়বে,
ভালোবাসার ছোঁয়া পেতে
মরার আগেই মরবে।
অচিনপুরে যাবে উড়ে
যেথায় প্রেমের আঞ্জাম।।
Comments
Post a Comment