অদম্য
অদম্য
খাদিজা বেগম
যদি কেউ অদম্য আশা পুষে- রাখতে পারে তার মনে,
তারে কেহ দমাতে পারবে না- সবাই হারবে তার সনে।
সে এগিয়ে যায় তার মত- ভাগ্য হোক যতই বৈরী
দৃঢ় বিশ্বাস রেখে নিজের- পথ নিজেই করে তৈরি,
ক্ষুধা-দারিদ্র্যতার যন্ত্রণা- তার সাথে কেউ পারবেনা,
শীত-গ্রীষ্ম আর বর্ষাতেও- সে কারো সাথে হারবে না।
শীতের কুয়াশা ভেদ করে সে- সূর্যের মতো উঠবে জ্বলে,
রোদে পুড়ে না অদম্য আশা- ভিজে না বৃষ্টির জলে।
সে কারো ধার ধারে না আর- ছাড়ে না অদম্য আশা,
তার স্রষ্টার প্রতি রাখে সে- শ্রদ্ধা ভরা ভালোবাসা।
অনায়াসে বয়ে বেড়ায় সে- সহস্ত্র কষ্টের ক্ষত,
উত্তাল ঢেউয়ের মতো ছুটে- বেড়ায় সে অবিরত।
নিজে নিজে নিয়েছে শপথ- কিছুতেই হবে না ভ্রান্ত,
তার লক্ষ্যে সে না পৌঁছে কভু- নিজেকে রাখবেনা শান্ত।
তার পথে আসে যত বাঁধা- ভেঙে করে চুরমার,
পরিশ্রম, ধৈর্য, নৈতিকতায়- নিজেকে গড়ে দুর্বার
মরণেও সে মরে না থাকে- কর্মের মাঝে জীবিত,
কোন অর্থ ক্ষমতায় নয়- সে সততায় গর্বিত।
Comments
Post a Comment