বেতমিজ

 বেতমিজ

খাদিজা বেগম 


বেতমিজ সে তো বেতমিজ

এ মন আমার খুব বেতমিস,

আমি যারে ভুলে থাকি 

সে তো তারেই করেছে মিস।।


আমি যারে ঘৃণা করি 

সে তো তারেই ভালোবাসে,

যারে দেখে ছাই হয়ে যাই

 সে তো তারে দেখেই হাসে।


যার কারণে বুক সাহারা 

সদা বোনে তার প্রেমের বীজ,

আত্মসম্মান বোধ টুকু সব

তার কাছে করেছে নিচ।


সর্বনাশের ভয়ে আমি

 যাহার থেকে থাকি সরে,

সে তো তাহার কাছে গিয়েই

আমার সর্বনাশ তা করে।


আমি যারে ভাবি পরপর 

তারে আপন করে দেয় কিস,

তার ভাবনাতেই ডুবে থাকে 

আমাকে ভুলে অহর্নিশ।


আমার মাঝে নেই তো আমি 

কোথাও নাই আমার হদিশ,

মনের ঘরে যত্ন করে 

তার নাম জপে সদা ফিসফিস।


বুঝাইলে সে বোঝেনা যে

 মানতে চায় না কুরআন হাদিস,

তার কারণে পান করেছি 

জেনে শুনেই প্রেমেরি বিষ।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান