সীমানা

 সীমানা

খাদিজা বেগম 


চোখ থাকলেই সব কিছু দেখতে নেই

নেই মুখ থাকলেই যা খুশী তাই বলতে,

হাত থাকলেই সব কিছু ধরতে নেই

নেই পা থাকলেই সকল পথে চলতে।


মানতে হবে সৃষ্টিকর্তার আদেশ, নিষেধ

সীমার মাঝে রাখতে হবে চোখের দৃষ্টি ,

কথায় ঝড়ে ভাঙ্গেনা যেন কারো হৃদয়

নামে না যেন কারো চোখে দুঃখের বৃষ্টি।


মানুষের হাত থাকে মানব সেবায় আর

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হাতিয়ার,

মানুষ হয়ে জন্ম নিয়ে কেউ করো না

শয়তানি কাজে পবিত্র হাতের ব্যবহার।


পা বাড়াবে না চুরি, ডাকাতি, চাঁদাবাজি

মানব পাচার, অর্থ পাচারের মতো কাজে,

ফেরেস্তার চেয়ে শ্রেষ্ঠ নাকি পশুর চেয়ে নিকৃষ্ট 

নিজ পরিচয় প্রকাশ হয় নিজ কাজের মাঝে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান