ভন্ড

 ভন্ড

    খাদিজা বেগম


আমাদের দলপতি চালাক অতি

 সবাই জানি ভন্ড নাম্বার ওয়ান ।

বুক ফেটে যায় মুখ ফোটে না

কেউ হারাতে চায় না কারো জান ।।


তবুও হারিয়ে যায় প্রতিবাদী গণ

আমরা যারা ভাবি আছি তো বেশ ।

এই বেশ বেশ নয়,এ যে অবক্ষয়

নীরবতা আনবে ডেকে মহা ক্লেশ ।।


আজ অন্যের ছেলে হচ্ছে গুম ,খুন

কাল হবে আপনার ছেলের পালা ।

আজ অন্যের মেয়ে, বোন হচ্ছে ধর্ষণ

কাল কি দিয়ে জুড়াবে আপন জ্বালা।।


যার হারায়,সে বুঝে হারাবার ব্যাথা

হারাবার পালা আপনারও নিকটে।

এড়িয়ে যাবেন না অন্যের বিপদে

আপনার বিপদও লুকানো পকটে ।।


আসুন একত্রে মোরা প্রতিবাদ করি

যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ।

আজ থেকে ভেঙ্গে দেবো একে একে 

অন্যায় কারীদের সব কালো হাত ।।


সুন্দর একটা প‌ৃথীবি রেখে যেতে চাই

আমাদের আগামী প্রজন্মের জন্য।

যেখানে থাকবে শুধু ভালবাসাবাসী

একে অন্যকে ভালবেসে হবে ধন্য ।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান