তুমি আমার চাঁদ

 তুমি আমার চাঁদ 🌙

খাদিজা বেগম 


তুমি আমার বাবা মাগো,

 তুমি আমার মা,

 আমি যেন বাবার মত

তোমায় হারাই না।


বাবা ছিল দিনের সূর্য 

তুমি আমার চাঁদ,

তোমার আলোয় পার হবো মা

আমার আঁধার রাত।

তুমি আমার জান্নাতের সুখ

 আর কিছু চাই না।।


তোমার ঋণে ঋণী আমি

 অনেক ঋণ জমা,

মাফ করে দাও মাগো আমায়

করে দাও ক্ষমা।

এই জীবনে আমি তোমায়

 হারাতে চাইনা।।


ফুলের চেয়ে সুন্দর তুমি

ঢেউ হতে চঞ্চল,

তোমার ছোঁয়ায় ফিরে আসে 

আমার মন বল।

কোথাও কেউ পাবেনা মা

 তোমার উপমা।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান