কবিতা
কবিতা
খাদিজা বেগম
আমি কবিতার রানী আর- কবিতা আমার রাজা,
কবিতাতে মিশে রতে লাগে- আমার অনেক মজা।
কবিতা মোর খেলার সাথি- খেলি তাতে দেবারাতি,
আমি দুঃখ, কষ্ট সব ভুলে- কবিতার সুখে মাতি।
কবিতার গায়ে মেখে রাখি- নানান রঙের ছন্দ,
সেই রঙে রঙিন হয় মন- জীবনে বয় আনন্দ।
মন্দ মানুষও বন্ধু আমার- শত্রুতা কারো সাথে নাই,
মন্দ পথ ছেড়ে এসো বন্ধু- ভালো পথে চলব সবাই।
শেষ করে দাও মিথ্যে রাজত্ব- হয়ে যাও সত্যের রাজা,
শাসন করো সঙ্গের অঙ্গ- বিদ্রোহ করলে দাও সাজা।
চোখে যেন না দেখে কখনো- অশ্লীল নোংরামি দৃশ্য,
মুখ যেন মিথ্যে বলে বলে- তোমাকে না করে নিঃস্ব।
কান যেন না শুনে অশ্রাব্য- শ্রুতিকটু ঘৃণ্য কথা,
বন্ধু এমন জীবন গড়াবে- যা কাউকে দেবেনা ব্যথা।
আমি কবিতাতে কথা বলি- কবিতাতে গাহি গান,
আমি কবিতার মাঝে খুঁজে- পাই যন্ত্রনা হতে ত্রাণ।
সে কবিতা আমায় দিও না- তোমার বিরহ সাজা,
তুমি ছাড়া হব দিশেহারা- আমি হব ভাজা ভাজা।
আমরা যারা বর্তমানে আছি- ভবিষ্যতে হব গত,
লোভ লালসার কাছে কভু- আমরা কেউ হবোনা নত।
আমাদের পূর্বপুরুষেরা- প্রত্যেকেই দিয়েছে পারি,
ও বন্ধু, আমাদের কেউ যেতে- হবে এই দুনিয়া ছাড়ি।
অহংকারীদের করি আমি- কবিতায় আহ্বান,
নিজেকে ছোট ভেবে অন্যকে- সদা দেখাবে সম্মান।
এই ভবে নাই মানুষের চেয়ে- আর কিছু মূল্যবান,
সেই মানুষেরে করনা কভু-অবহেলা, অপমান।
কবিতা আমার বৃষ্টিধারা- যাতে সৃষ্টি রাখি তাজা,
এই মনের কালি কবিতাতে- আমি করি ঘষা-মাজা।
বন্ধু বাঁচতে হলে করতে হবে- কুবৃত্তির সাথে লড়াই
বংশমর্যাদা অর্থ ক্ষমতা- ছেড়ে দাও অলীক বড়াই।
Comments
Post a Comment