অদৃশ্য পাখি



অদৃশ্য  পাখি

খাদিজা বেগম


দৃশ্যমান এক খাঁচার ভিতর 

অদৃশ্য এক পাখির ভুবন,

পাখি ছাড়া পরবে ধসে 

খুলবে না আর তোমার নয়ন।


ফুটবেনা আর ঠোঁটের হাসি

বলবেনা আর কথা বদন,

নড়বে না আর হাতের আঙ্গুল 

চলবেনা আর তোমার চরণ।


সেদিন তুমি বুঝতে পারবে 

তোমায় নেই আর প্রয়োজন,

আপন জনা করবে তোমার 

শেষ বিদায়ের শেষ আয়োজন।


দলে দলে আসবে সবে

 পাড়া-প্রতিবেশী, স্বজন,

কেউ যাবে না তোমার সঙ্গে

 এক কর্মফল ছাড়া ও মন।


থাকতে সময় বলছি তোমায়

 সঠিক পথে চলাও চরণ,

অন্যায় হতে দূরে থেকে

অন্যায় কর্মে করো বারণ।






Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান