এই দেশের জন্য

 এই দেশের জন্য

খাদিজা বেগম


এই দেশের জন্য জেলে যাবো, ফাঁসি নেব, 

তবুও এই দেশ হতে দেবোনা দেওলিয়া,

আওয়ামীলীগ-বিএনপি আর কোন দল

ওরা কেউ ভালো নয় এই দেশের লাগিয়া।


নীতিবান আছো যারা সামনে এসো তারা

তাড়িয়ে দাও দুর্নীতিবাজ ঘুষখোর দল,

প্রতিটা খাদে খাদে দেশ আজ বিপদে

আর করো না দলে দলে এই দেশ কোন্দল।


ঘুমের ঘোরে আছো যারা জাগিয়া ওঠো

জাগো জাগো হে দেশপ্রেমিক ওঠো জাগিয়া,

বাড়ছে যত দুর্নীতি ততই দেশের ক্ষতি

বিদ্যুৎ গতিতে এইদেশ হচ্ছে দেউলিয়া।


যুগ যুগ ধরে অনেক দেখেছি আমি

 আমলা, মন্ত্রীদের চুরি ও অর্থপাচার,

অনেক শুনেছি গুম, খুন, ধর্ষণের

বিচার না পাবার আহাজারি, চিৎকার।


হে নীতিবান, দুর্নীতি থামাও দেশ বাঁচাও

রাজনীতিতে নাম লেখাও দেশের লাগিয়া,

ওই দুর্নীতিবাজ, সন্ত্রাস, কালোবাজারি

লুটেপুটে এই দেশ থেকে যাবে ভাগিয়া।


আমরা যদি জেগে উঠে থাকি ফের ঘুমে

আমাদের দেশটা একদিন হবে দেউলিয়া।

পুলিশ যদি হয়ে যায় চোর, ডাকাত,

আমরা পুলিশ হব এই দেশের লাগিয়া।


এখন যারা খাচ্ছে উন্নয়নের নামে

 হাট-বাজার, মন্দির, মসজিদ, মাদ্রাসা,

এই দেশ নিয়ে নেই তাদের চিন্তা-চেতনা

অন্য দেশে তারা বেঁধেছে সুখের বাসা।


 দেশজুড়ে দেখ চোর ডাকাতে লিক লিক,

হে দেশপ্রেমিক এবার ওঠো না জাগিয়া,

 দেশের জন্য বেঁচে আছি আবার আমি

মরে যাব আমার দেশ বাঁচাতে গিয়ে।


সত্য ন্যায়ের আলোতে করো আলোকিত

মুছিয়ে দাও ঘুচিয়ে দাও দুর্নীতির ক্ষত,

জ্বলছে আগুন পুড়ছে অবহেলিত দেশ

ভালোবেসে রাখো পুষে নিঃশ্বাসের মত।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান