ক্ষমা
ক্ষমা
খাদিজা বেগম
ক্ষমা করো বন্ধু ক্ষমা করো- ক্ষমা করে দাও বারবার,
আদর করো শাসন করো- ক্ষমা করে দাও আবার।
তোমার পিতা-মাতা ভাই-বোন- ভুলে গড়ানো মানুষ,
প্রত্যেকের ভিতরে থাকিবে- ছোট কিংবা বড় দোষ।
তাও একটা নয় দুটো নয় -একই দেহে বহু ত্রুটি,
অশান্তি ছাড়া ফল পাবে না- যদি করো ঝগড়াঝাঁটি।
করিতে হবে তোমাকে বন্ধু-খুব ভালো ব্যবহার,
রক্তের বন্ধন ভয় করো- তাই জবাবদিহিতার।
ছোটখাটো ভুল গুলো দেখে- কর না দেখার ভান,
তবে কষ্ট থেকে তুমি আর- তারা সবে পাবে ত্রাণ।
অনেক কিছু শুনেও তুমি- থাকবে না শোনার মত,
শাসনের চেয়ে ভালোবাসা- বিলিয়ে দাও অবিরত।
ছেড়ো না কেউ রক্তের বাঁধন- আদেশ আল্লাহতালার,
কেউ কাউকে করো না অপমান- ঘৃণা, অশ্লীল ব্যবহার।
ক্ষমা ছাড়া মানুষ হয় না- সত্তিকারের মানুষ,
নিজের ভিতর খুঁজে দেখ- সেখানেও আছে দোষ।
প্রতিটা ভুলের জন্যে যদি- প্রত্যেকের হতো শাস্তি,
জীবনে থাকত না কারো দোস্তি- আনন্দ আর মাস্তি।
হারাম থেকে দূরে থাকিও- বন্ধু বলছি বারংবার,
হালাল আঁকড়ে ধরে মরে গেলেও- কোন চিন্তা নাই তোমার
ক্ষমা পেলে যেমন খুশি হও- তেমনি খুশি হও বন্ধু,
হৃদয়ে বহন করে একটা-ক্ষমা ভর্তি সুধাসিন্ধু।
বিন্দু বিন্দু ক্ষোভ পুষে রাখলে- ভিতরে বাড়বে হিংস্রতা,
একের প্রতি বাড়বে অন্যের- দিনে দিনে নিষ্ঠুরতা।
আমার, আমার শব্দগুলো- জন্ম দেবে শত্রুতার,
কথায় কথায় করবে তুমি- আমাদের ব্যবহার।
মনের ভিতরে জায়গা নেবে- লোভ-লালসা অহংকার,
জীবিত থাকিতে মরবে তুমি- জীবন হবে ছারখার।
প্রতিশোধ, প্রতি হিংসা থেকে-তুমি দূরে থেকো বন্ধু,
ক্ষোভকে ক্ষমা দিয়ে মাটি দাও- ক্ষমাকে বাঁচাবে শুধু।
Comments
Post a Comment