মায়ের আদেশ

 মায়ের আদেশ

খাদিজা বেগম


মা হিসেবে আদেশ দিলাম আমি, মান্য করে চলো আমার গর্ভের ধন,

সত্য কথা বলতে হবে, সঠিক পথে চলতে হবে, সৎ মানুষের বড় প্রয়োজন ‌‌।


ডাক্তার, ইঞ্জিনিয়ার,জজ, ব্যারিস্টার, শিল্পপতি, রাষ্ট্রপতির কিছুতে নেই অভাব,

মানব এই সমাজে পাই না মানব খুঁজে মানব রুপি দানবগুলোর খাই খাই সভাব।


হাফেজ, মাওলানা, আজাহারি, মাদানী, আরও আছে

বড় বড় ডিগ্ৰীদ্বারী অধ্যাপক,

তবুও এই সমাজে বেড়েই যাচ্ছে ধর্ষণকারী, সুদখোর,

ঘুষখোর, শিক্ষক প্রতারক।


আর্মি, পুলিশ, নৌ, বিমান, বিডিয়ার, আনসার, ডিবি

কমতি নেই আইনের লোকে,

তবুও এই সমাজের অফিস আদালতে চলছে বেআইনি কর্ম তা কেউ দেখে না চোখে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান