আমি

আমি

খাদিজা বেগম


ডরে ডরে কম্পিত ভীরু শঙ্কিত বুকের মাঝে

আমি শক্ত হাতে সাহসের বীজ বপন করি,

দারিদ্র্য তার কষাঘাত আর অসুস্থতার যন্ত্রণা,

আমি লোভ ছাড়া এসব সমস্যাকে না ডরি।


একের পর এক মিথ্যা কথা বলতে বলতে

যারা মিথ্যাবাদীর তালিকায় লিখেছে নাম,

আমি তাদের হৃদয়ে চাষ করি সততার বানী

সত্য বাদীর চরণে করি ভক্তি ভরে প্রনাম।


অর্থ ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা দেখেনা

অধিকার বঞ্চিত অনিকেতন ছোট ছোট শিশু,

তাদের চোখে লাগিয়ে দেই মানবতার মণি

যাতে তারা আর না হয় কভু পশুর চেয়ে নিচু।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান