লাভ হবে না

 লাভ হবে না

খাদিজা বেগম


পর্দা, হিজাব, দাড়ি-টুপি লাভ হবে না ভালবেসে,

তুমি করো ভুরিভোজন তোমার স্বজন উপবাসে।


রোজা রেখে, নামাজ পরে, লাভ হবেনা হজ্জ করে,

লোভ-লালসা আছে পোষা তোমা ঐ অন্তরে।


তোমার কোন লাভ হবে না করে এত শিক্ষা অর্জন,

তুমি একটা দুর্নীতিবাজ, করোনাই তা আজও বর্জন। 


ধর্মের লেবাস পড়ে তুমি গোপনে খাও সুদের টাকা,

তোমার ভিতর হিংস্র পশু নীতি-নৈতিকতা ফাঁকা।


ধর্মটাকে পুঁজি করে করছো তুমি বাণিজ্য আজ,

কুসংস্কারে অন্ধ তাই আমাদের এই মানব সমাজ।


শৃঙ্খলা বাহিনী সেজে করছো তুমি বিশৃঙ্খলা,

সত্য কথা বলে যারা কাটছো তুমি তাদের গলা।


রক্ষক সেজে ভক্ষণ করছো এই দেশের সব খাদে খাদে,

তাই দেউলিয়ার পথে এই দেশ জনগণ আজ বিপদে।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান