কেন এই আইনসভা

 কেন এই আইনসভা

খাদিজা বেগম


কেন এই আইনসভা বলনা- এই আইনের কি দরকার?

বারবার আসে যদি এই দেশ- বেআইনিভাবে সরকার!


কেন এই আদালত এখানে- হয় কিসের বিচার?

যদি দায়িত্ববান ব্যক্তিদের- হতে হয় বহিষ্কার!


কেন এত নাইট্রো মঞ্চ যদি- নাটক হয় সংসদে?

কারে দাও ফাঁসি যদি সন্ত্রাসী- থাকে রাজনৈতিক পদে?


কেন এই আইনসভা বলোনা- এই আইনের কি দরকার?

যদি আইন দিয়ে বাঁচাতে না- পারো শেয়ার বাজার!


কেন এত উকিল মুক্তার- করে ওরা কি বিচার?

এখনো তো আকাশে বাতাসে- ধর্ষিতাদের হাহাকার!


কেন এত অভিনেতা আর- অভিনেত্রী এফডিসিতে?

যদি করে অভিনয় নেতা-নেত্রীরা এই রাজনীতিতে!

কেন এই আইনসভা

খাদিজা বেগম


কেন এই আইনসভা বলোনা- এই আইনের কি দরকার?

যদি জনগণে নাইবা পেল- তাদের ভোটাধিকার!


কেন উৎপাদন ব্যবস্থাতে- চাঁদা তোলার হুংকার?

কেন ব্যবসায়ীরা খুন হয়- গুম হয় বারেবার ?


এই নিত্যপণ্যের ঊর্ধ্বগতি- দেশটা জুড়ে মজুতদার?

সকলে ব্যস্ত লুটে খাবার- কেউ নেই এসব দেখার!


কেন তবে থানা পুলিশ- এসবের কি দরকার?

যদি না কাটাতে পারো তোমরা- দুর্নীতির অন্ধকার!


হে অধিকার বঞ্চিত প্রাণ- তোমরা হয়ে যাও সাবধান,

ওরা উপরে সাধু ভিতরে- অভিশপ্ত সেই শয়তান।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান