হে মেয়ে

 হে মেয়ে

খাদিজা বেগম


হে মেয়ে, তুমি কি এই আমার-প্রিয় বন্ধু হতে পার?

আমি চলতে চাই এই পৃথিবীতে- যদি পারো হাত ধরো!


আমি তো অন্ধ নই তবুও যে- চলতে পারিনা এই পথ,

আমি তো বোবা নই তবুও যে- বন্ধ মোর মতামত।


যদি তুমি হাত ধরো মোর- পাড়ি দেবো মহাকাশ,

বাঁধভাঙ্গা জোয়ারের মতো- নিজেকে করবো প্রকাশ। 


সূর্যের মতো অধীত হব-সকল কুয়াশা কেটে,

ঘুমন্ত বোধবুদ্ধির উপরে- বজ্রে হয়ে পড়বো পেটে।


হে মেয়ে, তোমাকে পেয়ে আজ-মনে হল বন্ধু তুমি,

তোমাকে দেখে সজীব হলো- এই মনের মরুভুমি।


তোমাকে দেখার পরে মোর- রাত যেন হল ভোর,

 একে একে যেন আসিতেছে- এই জীবনে সুখবর।


তোমাকে দেখার পরে মন- যেন জাগিয়া উঠেছে,

মরে যাওয়া কাননে আমার- আশার ফুল ফুটেছে।


বুক জোড়া বেদনার চর- ডুবেছে সুখের জলে,

এই মন মাঝি ধরেছে বৈঠা- তোমাকে দেখার ফলে।


 আমার এই হাতটা ধরো বন্ধু- তুমি যদি রাজি থাকো,

আমি করিনা কারো পরোয়া- তুমি যদি কাছে ডাকো।


সাগর আর মহাসাগর - হাত ধরে দেব পাড়ি,

দুখের পাহাড় ভেঙেচুরে- গড়িব সুখের বাড়ি।





Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান