আমি ভয় পাই

 আমি ভয় পাই

খাদিজা বেগম


আমি ভয় পাই, মাফ করে দাও

আমি ভয় পাই, আমি ভয় পাই,

শত শত ভাই, বোন নিখোঁজ 

গুম হবার ভয় রোজ কাঁদি তাই।


আমি ভয় পাই, আমি ভয় পাই, 

আদালতে আজ বিচার নাই

ভয়ে ভয়ে বোবা কণ্ঠ

নাই প্রতিবাদের ভাষা নাই।


আমি ভয় পাই, আমি ভয় পাই,

এই দেশেতে জন্মেছি তাই

নির্বাচনে  প্রহসন আজ

নাই আমার ভোট অধিকার নাই।


আমি ভয় পাই আমি ভয় পাই,

পুলিশ দেখলে আমি ভয় পাই,

কখন যেন মিথ্যে মামলার

ষড়যন্ত্রে জীবন হারাই।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান