আশ্রয় দিন
আশ্রয় দিন
খাদিজা বেগম
হে আমার আল্লাহ, আপনি ক্ষমা করে দিন,
জীবনে যত করেছি পাপ, রাতদিন।
ইচ্ছাকৃত, অনিচ্ছাকৃত, বুঝে না বুঝে,
পাপ করেছি হালাল-হারাম না খুঁজে।
জেনে না জেনে, পাপ ঘরে পরে,
তোমার কাছে তাই অনুশোচনার অশ্রু ঝরে।
যেন আর কখনো পাপ না করতে পারি,
হাত পেতেছি ক্ষমা করো আমি ভিখারী।
বন্দি করো আদেশ নিষেধের দেয়ালে,
চলতে যে না পারি আমি মনের খেয়ালে।
হে আমার আল্লাহ,আমাকে আপনি আশ্রয় দিন,
লোভ-লালসা, কামবাসনা দূর করে দিন।
হিংসা, অহংকার, পরনিন্দা আর ক্রোধ,
ধ্বংস করে দিন মনে পোষা প্রতিশোধ।
আমার আল্লাহ, দয়া করে মাফ করে দিন
আমিন, আমিন, সুম্মা আমিন, আমিন।
Comments
Post a Comment