তোমার প্রেমের জন্য
তোমার প্রেমের জন্য
খাদিজা বেগম
তোমার বিরহে গর্জে ওঠে- শান্ত মনের আকাশ,
জ্বলে-পুড়ে কাঁপছে থরথর- ভালোবাসার নিবাস।
অঝোরে ঝরে নয়নে বৃষ্টি-তবু পুড়তে লাগে মিষ্টি,
ধরাছোঁয়ার বাইরে তবুও- ফেরাতে পারি না দৃষ্টি।
ভালোবাসি বড় ভালোবাসি- ভালোবাসা পেতে আসি,
ভালোবাসার পেতে কাঁদি আর ভালোবাসার পেয়ে হাসি।
ভালোবাসার ভেলায় ভেসে- সুখের স্রোতে ভাসি,
একটু ভালোবাসা পেতে আমি- হব চরণের দাসী।
তোমার ভালোবাসা আমাকে- করেছে বড় উদাসী,
তোমার ছোঁয়াতে ফুটে ফুল এই হৃদয়ে রাশি রাশি।
তোমার বিরহে এইরিদয়ে- জেগে ওঠে মরুভূমি,
থাকো আরো ভালবেসে মিশে- দূরে যেওনা গো তুমি।
কাছাকাছি থাকলে তুমি আমি- জাগে প্রেমের মৌসুম,
বিরহ গুলো হারিয়ে যায়- শুধু চলে প্রেম ধুম।
ছোটখাটো মিষ্টি ঝগড়াঝাঁটি- লাগে বড় ফাটাফাটি,
টক লাগে, ঝাল লাগে, তেতো লাগে, কথা কাটাকাটি।
তবু তুমি আমার পালঙ্ক- আমি যে তোমার পার্টি,
তবু এঁকে নিয়ে অন্যজন- করি সাদা ঘাটাঘাটি।
মান অভিমানের পাল্লা টা- মাঝে মাঝে হয় ভারী,
কখনো বা হয় দীর্ঘশ্বাস- মন করে আহাজারি।
ভালোবাসার পাল্লাটা মাঝে- মাঝে দেখি বড় শূন্য,
সব শেষে মনে হয় আমি- তোমার প্রেমের জন্য।
Comments
Post a Comment