মায়ের দোয়া

 মায়ের দোয়া 

খাদিজা বেগম 


আল্লাহ তুমি কবুল করে নাও- এই দুঃখি মায়ের দোয়া,

সন্তানের গায়ে লাগেনা যে- কখনো দুঃখের ছোঁয়া।


তোমার সুখে ভরিয়ে তোলো- তাহাদের চতুরপাশ,

ভুলে না যায় যে তারা কভু- তোমার দয়ার দাস।


দয়াকরে দান করে দিও - সুস্থতা ও নেক হায়াত,

অন্যায় না করে যেন, করে- অন্যায়ের প্রতিবাদ।


ভোগ বিলাসিতা থেকে দূরে- সরিয়ে রেখ যতনে,

ত্যাগী চিন্তাভাবনা জাগিয়ে দাও- তাদের পবিত্র মনে।


আমার আমার বলে না যে- কখনো গর্ব করিয়া,

হিংসা-বিদ্বেষ তাড়িয়ে তুমি- দাও কৃতজ্ঞতা ভরিয়া।


তাদের মাথা সাদা রাখিও- সকলের কাছে উঁচু,

শুধু তোমার সেজদায় রাখ- তাদের মাথাটা নিচু।


তাদের তুমি দান করে দাও - বিশ্ব শাসন ক্ষমতা,

তাদের হৃদয় ভরিয়া দাও- সত্য আর উদারতা।


সদা সততার সাথে যেন- কায়েম করে শাসন,

 মানে চলে যে শুধু তোমার- আদেশ আর বারণ।


তোমার ভয়ে ভীত থাকে যে- তাদের সাহসী মন,

তোমার পক্ষে লড়াই করে যে- তারা সারাটা জীবন।


তাদের বক্ষ ভরে দাও তুমি- সততা আর সাহসে,

তারা যে হতদরিদ্র আর- দুঃখীদের ভালোবাসে।


তাদের রক্ষা কর ঐ দুষ্টু-লোকের কুদৃষ্টি হতে,

শয়তানের কুমন্ত্রণা আর- নোংরা ষড়যন্ত্র হতে।


তোমায় না ভেবে বলেনা যে- নিজেদের মত কথা,

তাদের কথায় পায় না যে -কারো মনে কোন ব্যথা।


তাদের তুমি দান করে দাও- সুউচ্চ সৎ আসন,

সম্পদ, সম্মান ও ঈমান- দ্বারা পূর্ণ করো মন।


ওই মন থেকে দূর করে দাও- অশ্লীল ও ভয়-ভীতি,

তাদের মনে জাগিয়ে তোল- সকলের তরে প্রীতি।


তাদের প্রতি আমি সন্তুষ্ট - তুমিও হও ক্ষমাশীল,

তাদের তুমি দান করে দাও- বিবেকসম্পন্ন দিল।


তাদের সেবায় অবিরত- সবাই থাকে যেন খুশি,

শেষে বিচারে না হয় যেন- তোমার কাছে কেউ দোষী।


আমি যা চায়েছি জানি তুমি- তারো চেয়ে বেশী দেবে,

তাও দেবে যা চাইতে পারিনি- যা এখনো পায়নি ভেবে।


তুমি ছাড়া নেই দ্বিতীয় কেহ- যে করবে দোয়া কবুল,

নিজগুণে মাফ করে দেবে- সাবার সকল ভুল।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান