আমি যেন

আমি যেন

খাদিজা বেগম


আমি যেনো কোন ধুলো মাটি 

একদিন যাবো পবনে উড়ে,

ধরে বেঁধে রাখবেনা কেউ মোরে

যত্ন করে রাখবে মাটি খুঁড়ে।


একদিন নিয়ে যাবে আমায়

অদৃশ্য এক তীব্র হাওয়াতে,

সব ছেড়ে চলে যাবো আমি

তোমরা আর পারবেনা থামাতে।


আমি ছুটে চলা সাদা মেঘ

আমার ঠিকানা বহু দূরে,

মিথ্যা মায়ার বন্ধনে তবু

আমার হৃদয় জ্বলে পুড়ে।


যদিও ঘড়ির কাঁটা থামে

কখনো তো সময় থামেনি,

যদিও ঘুমিয়ে থাকে দেহ

ছুটেছে আত্মা দিন যামিনী


আমি যাত্রা পথের পথিক

ছুটে চলেছি দিক বেদিক,

কখনো ভুল পথে আবার

কখনো চলি আমি সঠিক।


আমি জানিনা তো ভবিষ্যৎ

বর্তমান চলছে অনিশ্চিত,

কিছু ভয় কিছু তেজ আর

আছে কিছু ভরসা কিঞ্চিত।


কিছু সুখ কিছু দুঃখ আছে

কিছু আনন্দ আর হতাশা,

এরি নাম উৎকৃষ্ট জীবন

তবুও বেঁচে থাকার আশা।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান