শোধরাইয়া যাও

 শোধরাইয়া যাও

খাদিজা বেগম 


শোধরাইয়া যাও, শোধরাইয়া যাও

তোমার মরণ আসার আগে,

ক্ষুদ্র কর্ম কেন্দ্র করে

 ছাই হইয়া যাও কেন রাগে?


যেখানে যাও যেথায় থাকো

 মরন তোমার অগ্রভাগে,

ভোগবিলাসী জীবন ছেড়ে 

ভরিয়া লও ও মন ত্যাগে।


শুয়ে কিংবা বসে থাকো 

ছুটছে জীবন তীব্র বেগে,

বিবেক দিয়ে চালাও জীবন 

চলবেনা পথ আর আবেগে।


মানবজীবন অমূল্যধন 

কাটাইওনা পশুর মতন,

ভালো কাজের আদেশ দেবে 

মন্দ কাজে করবে বারণ!


পাপ গুলো সব শোধরাইয়া লও

 সাক্ষী দেবে অঙ্গে অঙ্গে,

মরনেরও পরে যাবে

তোমার কর্ম তোমার সঙ্গে।


যা করেছ যা বলেছ

 সবই আছে লিপিবদ্ধ,

তওবা করো ও মন পাপী 

আল্লাহ যেন না হয় ক্ষুব্ধ!

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান