হে বিচারপতি

 হে বিচারপতি 

খাদিজা বেগম


হে বিচারপতি, বিচারের নামে কেন অবিচার? 

আজ অন্ধ রয়েছে কেন চোখ দু'টো তোমার? 


হাজার হাজার আসছে মামলা থানায় থানায়

ধর্ষকে ধর্ষকে ভরবে কি বঙ্গ কানায় কানায়? 


হে নষ্ট, পচা বিচারক, তুমি নয়তো শুধুই অন্ধ

তুমি বিবেকহীন, তোমার মানবতার দ্বার বন্ধ। 


তুমিই কুচক্রীদের চক্রান্তের এক চক্রান্তকারী

তোমার লোভের শিকার আজ শিশু ও নারী।


যারে দিয়ে ভূত তাড়াবো তাহার মাঝেই ভূত

হে বিচারক, মানুষ হও থেকোনা আর অদ্ভুত। 


তুমি শুধুই একবার হও মানুষ মানুষের মতো

শত সহস্র অন্যায় বৃষ্টির মতো ঝরবে অবিরত।


যারা নারী তাঁদেরও যে আছে বাঁচার অধিকার 

বাঁচার মতো বাঁচতে দাও এবার করো সুবিচার।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান