আমি মানি না
খাদিজা বেগম
আমি মানি না মানি না সেই সব সাধু রুপি সমাজ,
যেই সমাজে তলে তলে চলে ঘৃণ্য পতিতার চাষ।
তারা পতিতার কাছে যায় আর আসে বারমাস,
জনাজা পড়ে না শুধু অসহায় পতিতার লাশ।।
আমি মানি না মানি না অসৎ লোকের গড়া আইন,
সততার শত্রু হয়ে সত্যবাদীকে ধরে ফাইন।
আইনের পোশাক পরে রাজপথে চাঁদাবাজি করে,
ক্যামেরা দেখলে চোরের মতো আড়ালে লুকিয়ে পরে।
আমি মানি না মানি না ঐ সকল সাধু রুপি নেতা,
যারা দেশ রেখে ভাবে সদা নিজের দলের কথা।
রক্ষক সাজা ভক্ষক খায় অন্যদের হক মেরে,
মেয়াদ ফুরিয়ে যায় অতিথি পাখির মতো উড়ে।
আমি মানি না মানি না তাদেরকে সমাজের মানুষ,
ক্ষমতায়, যৌনতায় নিজেকে সদা রাখে বেহুঁশ।
ভোগেতে ডুবিয়া থাকে নেই তাদের ত্যাগের মহিমা,
নোংরামিতে ছাড়িয়েছে পশুর চেয়েও নিচু সীমা।
Comments
Post a Comment