একটি নজর
খাদিজা বেগম
তোমায় একটি নজর দেখার জন্য
আকলি বকলি করে দু'নয়ন,
তোমার একটু ছোঁয়া পাবার জন্য
অপেক্ষায় থাকি আমি সারাক্ষণ।
তোমার একটি কথা শোনার জন্য
প্রতিক্ষার প্রহর গুনে দু'কর্ণ,
তোমার কাছে আমার যেন যাবতীয়
আত্মমর্যাদাবোধ চূর্ণ বিচূর্ণ।
আমার মনটা আর নেই তো আমার
সারাক্ষণই তোমার কথাই বলে,
তোমার কাছে যাবার বায়না ধরে
নানা অজুহাত আর নানা ছলে।
জানিনা কি জাদু জানো,কি দয়ে যে
আমায় কাছে টানো ও মায়াবিনী?
তোমাকে চেয়েছি তোমাকেই পেয়েছি
তবুও তোমাকেই চাইবো প্রতিদিনই।
Comments
Post a Comment